সাতক্ষীরার আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযানে টুথপেস্ট, সাবান ও প্যারাসুট তেলসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার বুধহাটা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বুধহাটা এলাকার ইন্তাজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩৫), মৃত. জাফর আলী গাজীর ছেলে সাহাজান গাজী (৪৮), মৃত. এলবার সরদারের ছেলে শফিকুল সরদার (৫০)।
আশাশুনি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, বুধহাটা বাজারে রাতে পুলিশের বিশেষ টহলকালে মুদি দোকানে চুরির সময় তিন চোরকে পুলিশ হাতেনাতে আটক করে। তারা মুদি দোকান থেকে টুথপেস্ট, সাবান ও তেল চুরি করেছিল। এ ঘটনায় তিন চোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এমএএস/এমএস