যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালি গ্রামের গির্জার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজপাড়া এলাকার মাহবুবুল হকের ছেলে কাজী মুশফিক মাহবুুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়া এলাকার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বেনাপোল থেকে মোটরসাইকেলে যশোরে ফিরছিলেন মুশফিক মাহবুব প্রিয় ও কাব্য দাস। বিকেল ৩টার দিকে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে পৌঁছলে বেনাপোলগামী একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
মিলন রহমান/এমএএস/এমকেএইচ