বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুবিধা পেয়ে খুশি চাটমোহরের পঞ্চাশোর্ধ্ব শরিফুন বেওয়া। তিনিসহ আরও ৪০ জন নারী পুরুষ এ সেবা পেলেন মঙ্গলবার (১১ আগস্ট)।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে মাসব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা শুরু করে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কর্তৃপক্ষ এও জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যতদিন গ্লুকোমিটার স্ট্রিপস থাকবে ততদিন অন্যান্য স্বাস্থ্য সেবার পাশে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে এ সেবা কার্যক্রম উদ্ধোধন করা হয়। উদ্বোধনী দিনে বিভিন্ন গ্রামের দরিদ্র নারী পুরুষেরা এ সেবা নিতে স্বাস্থ্য বিধি মেনে সমবেত হন।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরমিলা আক্তার ঝুমির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ওমর ফারুক বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, সহকারী সার্জন ডা. নাইম হাসান, ডা. ওমর ফারূক ও ডা. ফারজানা।
প্রধান অতিথি ডা. ওমর ফারুক বুলবুল বলেন, বর্তমানে বৈশ্বিক দুর্যোগের কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ভিন্ন আঙ্গিকে বাস্তবায়ন করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনায় গ্রামের দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা দেবার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, গ্রাম থেকে শহরে গিয়ে ডায়াবেটিস পরীক্ষা করতে অনেক টাকা ব্যয় হয়। এ কারণে আমরা দরিদ্র মানুষের দোড়গোড়ায় এ সেবা বিনা মূল্যে পৌঁছে দিব। তিনি বলেন, যতদিন চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে গ্লুকোমিটার স্ট্রিপ থাকবে ততদিন অন্যান্য স্বাস্থ্য সেবার পাশে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
চাটমোহর চলনবিল এলাকার হান্ডিয়াল ইউনিয়নের পঞ্চাশোর্ধ্ব বয়সী শরিফুন বেওয়া খুশি হয়ে জানান, এই হানে ডায়বিটিস পরিক্ষে কইরবার আসিছি। আইসে ভালো হইছে। বেন-রিস্কা কইরে আইসে টাহা ছাড়া পরীক্ষে করতি পা’রলেম।। বিদবে মানুষ টাহা পয়সা নাই। শহুরে যায়ে ডাকতার দেহানের সাদ্যি নাই।’
উদ্বোধনী দিনে হাসপাতালের নিয়মিত সেবার পাশাপাশি ৪০ জনকে ডায়বেটিস পরীক্ষা করা হয়।
এমএএস/এমকেএইচ