ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে সাতজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী নেপার মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে একজন পুরুষ, পাঁচজন নারী এবং একজন শিশু রয়েছে। পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। আটকদের বাড়ি গোপালগঞ্জ জেলার চন্দ্রা, কাশিয়ানী এবং বাগেরহাটের শরণখোলা এলাকায়।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত জুন মাসের মাসের ৪ তারিখ থেকে এখন পর্যন্ত ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ৯ জনকে এবং বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৬ জনকে আটক করেছে বিজিবি।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম