জাতীয়

একদিনে কোন বিভাগে কত করোনা রোগী সুস্থ

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৬ হাজার ৬২৩ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ।

২৮ জুন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে করোনা আক্রান্তের মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭ জনে।

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠা এক হাজার ৭৫২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, চট্টগ্রামে ২৮০, রংপুরে ১৪০, খুলনায় ১৬৯, বরিশালে ৬৪, রাজশাহীতে ২৯১, সিলেটে ৩৬ এবং ময়মনসিংহ বিভাগে ৪২ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩৪ জনের। এখন পর্যন্ত মৃত্যু হলো তিন হাজার ৫৯১ জনের। একই সময় দেশে ২ হাজার ৭৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে।

এমইউ/এমআরএম/পিআর