জাতীয় দলের ফুটবলারদের করোনা পরীক্ষায় ‘পজেটিভ’ হওয়ার হার দেখে সবারই চোখ কপালে ওঠেছিল। বেশিরভাগ ফুটবলারই করোনা পরীক্ষায় ‘ফেল’ করেন। তাই যুব ক্রিকেটারদের করোনা টেস্টের আগেও একটা শঙ্কা ছিল, কতজন না আবার পজিটিভ হোন!
স্বস্তির খবর হলো, করোনা পরীক্ষায় অনূর্ধ্ব-১৯ দলের প্রথম বহরের সবাই ‘পাস’ করে গেছেন। যুব দলের ১৫ ক্রিকেটার আর ১২ সাপোর্টিং স্টাফের সবাই করোনা ‘নেগেটিভ’ হয়েছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে জানিয়েছেন, গতকাল (রোববার) ১৫ ক্রিকেটার ও ১২ সাপোর্টিং স্টাফের যে প্রথম বহরের করোনা টেস্ট করানো হয়েছিল, তাদের কেউই সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত নন। সবাই যেহেতু করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ হয়েছেন। তাই আর দুশ্চিন্তা নেই। তারা সবাই আজ দুপুর গড়িয়ে বিকেল নামতেই বিকেএসপি রওনা হয়ে গেছেন। আজ (সোমবার) আরেক বহরের ১৬ জনের টেস্ট করানো হয়েছে। আগামীকাল দুপুরের মধ্যে তাদের টেস্টের ফল জানা যাবে। এই টেস্টে যারা যারা ‘নেগেটিভ’ হবেন, সবাই কালই বিকেএসপি চলে যাবেন।
এআরবি/এমএমআর/এমকেএইচ