খেলাধুলা

৪৩৩ রানে অলআউট বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৩৩ রানে। দু’দিন মিলিয়ে মোট ১৫৮.৫ ওভার ব্যাটিং করে সব ক’টি উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেছে মুশফিকরা। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আর হাসান। ১৮০ বলে ১৩৭ রান করে আউট হয়েছেন সাকিব। বাংলাদেশের ইনিংসে তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান।দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। ব্যক্তিগত ১০৯ রানে আউট হয়েছেন তামিম। তিনি আউট হওয়ার পর সেঞ্চুরি করেছেন সাকিব। তবে সাকিব আউট হওয়ার পর আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারায় শেষ অবধি ৪৩৩ রানেই বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটেছে। জিম্বাবুয়েনরা তাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে।মঙ্গলবার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির সাক্ষাৎ পেয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। অবশ্য সেঞ্চুরি করার পর খুব বেশি তাড়াহুড়োয় আত্মাহুতি দিতে হয়েছে তাকে। ব্যক্তিগত ১০৯ রান করে মাসাকাদজার বলে আরভিনকে ক্যাচ দিয়ে ক্রিজ থেকে বিদায় নিয়েছেন তামিম। অবশ্য আউট হওয়ার আগে বাংলাদেশকে নিরাপদ ভিত্তির ওপর দাঁড় করিয়ে গেছেন তিনি। দলীয় ৩০৫ রানে আউট হয়েছেন তামিম। এরপর সাকিবের সঙ্গে জুটি গড়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দু’জনের ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত ১১ রানে রান আউট হয়েছেন মুশফিক।প্রথম দিন (সোমবার) জিম্বাবুয়ের বোলাররা বাংলাদেশের ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছিলেন। শামসুর রহমান ২ রান করে চিগুম্বুরার বলে এলবিডব্লিউ হয়ে সাঝঘরে ফেরেন। এরপর মুমিনুল হক ৩৫ রানে করে পানিয়াঙ্গার বলে রির্টান ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ বিকেলে ৫৬ রান করে পানিয়াঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ।