জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি : ২১ আগস্ট ২০২০

প্রতিনিয়তই চাকরির বাজারে বাড়ছে প্রতিযোগিতা। ফলে চাকরি নামক সোনার হরিণ ধরতে আপডেট থাকতে হবে সব সময়। তাই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে তুলে ধরা হলো এ সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো।

জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরির বিজ্ঞাপনটি—• ভূমি মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরির সুযোগএইচএসসি পাসে চাকরি দিচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকসজীব গ্রুপে সেলস অফিসার পদে চাকরিএজিএম পদে চাকরি দিচ্ছে মিনিস্টার হাই-টেক পার্কবাংলাদেশ পুলিশে এইচএসসি পাসে চাকরিঅলিম্পিক সিমেন্টে চাকরির সুযোগযমুনা ব্যাংকে ৩ পদে চাকরির সুযোগকৃষি মন্ত্রণালয়ের ট্রাস্টে একাধিক পদে চাকরিস্থানীয় সরকার ইনস্টিটিউটে ১২ জনের চাকরিজাতীয় নদী রক্ষা কমিশনে চাকরির সুযোগচাকরির সুযোগ দিচ্ছে পদ্মা অয়েল কোম্পানি১০০ জনকে চাকরি দিচ্ছে দারাজ গ্রুপবিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ২১ জনের চাকরিশিপিং কর্পোরেশনে ৪ পদে চাকরির সুযোগ৭ পদে চাকরি দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

> এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খোঁজ পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এসইউ/এএ/পিআর