দেশজুড়ে

বাবার ঋণের টাকা শোধ করে লাশ হয়ে ফিরলেন আল আমিন

পরিবারে সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি জমান আল আমিন হোসেন। পরিবারের সচ্ছলতা এলেও আলামিন ফিরেছেন লাশ হয়ে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামে পৌঁছায় তার মরদেহ।

আল আমিনের মরদেহ দেখেই আহাজারি শুরু করেন আল আমিনের পরিবারের সদস্যরা। আল আমিন মৌখালী গ্রামের হোসেন আলীর ছেলে। ছয় বছর আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি।

আল আমিনের ভগ্নিপতি আব্দুস সালাম বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফুফাতো ভাই মোজাফফর হোসেনের বাসা থেকে ২৮ জুন নিখোঁজ হন আল আমিন। করোনার পরিস্থিতির মধ্যে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিল সে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ১৩ জুলাই আল আমিন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া যায়। এরপর সেখানে একটি হাসপাতালের মর্গে তার মরদেহ পাওয়া যায়।

আল আমিনের বৃদ্ধ বাবা হোসেন আলী বলেন, সংসারে সচ্ছলতা ফেরানোর আশা নিয়ে ঋণ করে ছেলেকে মালয়েশিয়ায় পাঠাই। সেখানে একটি সেলুনে কাজ করতো সে। ঋণের টাকা পরিশোধ করার পর আল আমিন বলেছিল আরও কিছুদিন বিদেশে কাজ করবে। ফিরে এসে দেশে ব্যবসা করবে। তবে সব শেষ হয়ে গেল।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, বিদেশ থেকে আল আমিনের মরদেহ আনতে আমার কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিয়েছিল তার পরিবার। আজ নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম