জাতীয়

অকেজো পাজেরো ৫ লাখ টাকায় বেচতে ইসির বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের (ইসি) পাবনার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অকেজো পড়ে আছে একটি পাজেরো জিপ (হার্ড জিপ মিটসুবিশু এম. কো. লিমিটেড ২০০৭)। বিআরটিএ’র ধার্য করা চার লাখ ৯২ হাজার ৯০০ টাকা মূল্যে এটি বিক্রি করতে চায় তারা। আগামীকাল ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ কার্যালয় থেকে কেনা যাবে গাড়িটি। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ঘ-১১-০৩৬৩ সিসি ২৩৫০, তৈরির সাল ১৯৯৫।

এ বিষয়ে ইসি সচিবালয়ের জারি করা এক বিজ্ঞাপনে বলা হয়েছে, পাবনার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের অকেজো ঘোষিত একটি গাড়ি নিলামে বিক্রয়ের লক্ষ্যে ইচ্ছুক ক্রেতাদের কাছে থেকে দরপত্র আহ্বান করা যাচ্ছে। দরপত্র দাখিলের আগে পাবনার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত গাড়িটি প্রয়োজনে পরিদর্শন করতে পারবেন।

দরপত্র শিডিউল ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠান গাড়িটির অনুকূলে অফেরৎযোগ্য নগদ ৫০০ টাকা মূল্যে আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ কার্যালয় থেকে কিনতে পারবেন। দরপত্রের দরের ১৫ শতাংশ টাকা জামানত/আর্নেস্ট মানি হিসেবে যে কোনো তফসিলি ব্যাংক থেকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট দরপত্রের সঙ্গে পাবনার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কার্যালয় বরাবরে অবশ্যই জমা দিতে হবে।

আগামী ৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাবনার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কক্ষের (তৃতীয় তলা) সামনে রক্ষিত বাক্সে দরপত্রের কপি দাখিল করা যাবে এবং ওইদিন বিকেল ৩টায় দরপত্র খোলা হবে।

পিডি/এইচএ/জেআইএম