নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামের সাবেক ইউপি সদস্য বৃদ্ধ আব্দুর রাজ্জাক মল্লিককে (৭০) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তার নিজ ঘরে এ ঘটনা ঘটে।
স্থানিয় বাসিন্দা কাজী নাজমুল হোসেন জানান, সন্ধ্যার পরে রাজ্জাক মল্লিকের স্ত্রী পাশের বাড়িতে পানি আনতে যান। এসে রক্তাক্ত স্বামীকে দেখে চিৎকার করলে গিয়ে দেখি তিনি মাটিতে পড়ে আছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর শোনামাত্র ঘটনাস্থলে গিয়েছি। ধারণা করা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে।
হাফিজুল নিলু/এফএ/জেআইএম