মাগুরা কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা (৫৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে প্রতাপ সাহা শ্রীপুর উপজেলার রাধানগর বাজার সংলগ্ন নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির ঘোয়াল ঘরের পাশেই আগে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত ১০টার দিকে তাকে মুমূর্ষ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।প্রতাপ সাহার মৃতদেহ দেখতে এসে রাত সাড়ে ১০টার দিকে মাগুরা সদর হাসপাতালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার সাংবাদিকদের জানান, অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।