হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেনী জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফেনী জামেয়া ইসলামিয়া মাদরাসায় এক জরুরি সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে নির্বাচনে সভাপতি পদে জহিরিয়া মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম, সেক্রেটারি পদে জামেয়া মাদানিয়ার মোহতামিম মাওলানা সাইফুদ্দিন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক পদে এফরহমান এসি মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুক সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন। শনিবার কেন্দ্রীয় কমিটি ও জেলা শুরার সঙ্গে আলোচনা করে ১১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বলেন, প্রায় আট বছর আগে ৯১ সদস্য বিশিষ্ট ফেনী জেলা কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম। ওই কমিটির কিছু সদস্য মারা যাওয়া ও কিছু সদস্য বিদেশ গমন করায় নতুন কমিটি গঠনের প্রয়োজন পড়ে। মার্চের দিকে শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে ফেনী জেলা কমিটিকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে ফেনীর সাবেক সেক্রেটারি মুফতি রহিমুল্লাহ কাসেমী বলেন, বিগত দিনের মতো ঈমান, ইসলাম ও আকিদার প্রশ্নে আপসহীনভাবে সবাইকে সক্রিয় থাকতে হবে।
এরপর জেলা ও কেন্দ্রীয় কমিটিতে মারা যাওয়া এবং অসুস্থ থাকা ওলামায়ে কেরামের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রাশেদুল হাসান/এএম/এমকেএইচ