দেশজুড়ে

যশোরে কলেজছাত্রীর আত্মহত্যা

যশোরের শার্শায় বোনের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে অতিরিক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সাবিনা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা খাতুন ওই গ্রামের শেখ মোস্তফার মেয়ে ও বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্রী।

স্থানীয়রা জানান,পারিবারিক কলহে দুই বোনের মধ্যে কথা কাটাকাটি হলে সাবিনা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার আজিম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/আরএআর/পিআর