সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বিধবার সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের জামাতা মামুন রানার বিরুদ্ধে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের এসএস রোডের মিডিয়া হোমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর মহল্লার বাসিন্দা বিধবা হামিদা বেগমের দুই ছেলে এনামুল হক ও নাজমুল হক।
সংবাদ সম্মেলনে এনামুল হক বলেন, শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মৌজার ৬৩৭০ ও ৬৩৭১ দাগের ১৪ শতক জমি আমার মামা ওয়ারেছ আলী তার স্বত্ব দখলে থাকা অবস্থায় ২০০৮ সালে আমার মা হামিদা বেগমকে দলিল করে দেন। সেই থেকে জমিটা পরিবারসহ আমরা ভোগ-দখল করে আসছি। এ অবস্থায় ২০১৯ সালের নভেম্বর মাসে পৌর মেয়র, কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই সম্পত্তি জরিপ করে সীমানা নির্ধারণ করা হয়। এরপর সেখানে অধাপাকা ভবন নির্মাণের অনুমোদন দেয় পৌরসভা। পরে সেখানে আমরা মার্কেট নির্মাণের প্রস্তুতি নিই। হঠাৎ করেই এমপির জামাতা মামুন রানা ওই সম্পত্তি তার নানার দাবি করে জবর-দখলের পাঁয়তারা করতে থাকেন। আমরা আদালতে আবেদন করলে বিজ্ঞ বিচারক ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করেন।
এ অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে করোনা সংক্রমণের মধ্যে মামুন রানা, তার সহযোগী শহিদুল আলম জুলফি, শাহ আলম ও শাহজাদার নেতৃত্বে ৮/১০ জন আমাদের সম্পত্তির চারপাশে টিনের বেড়া দেন। মামুন রানা নিজে দাঁড়িয়ে থেকে আমাদের সেখান থেকে বের করে দেন। সেখানে নিজ নামে ‘মামুন পোল্ট্রি ফার্ম’ নামে সাইনবোর্ড টানিয়ে দেন। এরপর থেকে তার নেতৃত্বে সেখানে মাদক ব্যবসাসহ অনৈতিক কাজকর্মও চলছে। মামুন রানা ভুয়া দলিল তৈরির পাশাপাশি নিজের বাবা এবং সমর্থকদের দিয়ে একাধিক মামলা করে আমাদের হয়রানি করছেন।
সংবাদ সম্মেলনে এনামুল হক ও নাজমুল হক বলেন, বিষয়টি নিয়ে আমরা থানা পুলিশের কাছে বার বার গেলে আমাদের এমপিকে দেখিয়ে দেন ওসি। এসব ঘটনার পর ছয়বার আমরা এমপির কাছে গিয়েছি। প্রত্যেকবার তিনি ফোনে ওসিকে ব্যবস্থা নেয়ার জন্য বললেও ওসি কোনো পদক্ষেপ নেননি। লকডাউনের মধ্যে এমপির জামাতা মামুন রানার নেতৃত্বে আমাদের নির্মাণাধীন জায়গায় ‘মামুন পোল্ট্রি ফার্ম’ নামে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। গত তিন মাসে ওই জমির ওপর থাকা আমাদের ৬/৭ লাখ টাকার নির্মাণ সামগ্রী লুট হয়ে গেছে।
তারা আরও বলেন, সম্প্রতি সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে বক্তব্য রেখেছেন মামুন রানা। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের কোনো কাগজপত্র নেই। অথচ আমরা সকল বৈধ কাগজপত্র দাখিল করেই আদালতে মামলা করেছি। শ্বশুর এমপি হওয়ায় ক্ষমতার বলে মামুন রানা বৈধ সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর