চুয়াডাঙ্গার সরজগঞ্জ বাজারে তরিকুল ইসলাম নামে এক দোকান কর্মচারীর পেটে বুমা (চাল চেক করা) ঢুকিয়ে দিয়ে হত্যা করেছে রিফাত নামে এক দোকান কর্মচারী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদোহা গ্রামের মনির উদ্দীনের ছেলে।
সরজগঞ্জ বাজারের স্থানীয়রা জানান, তরিকুল ইসলাম ও রিফাত দু’জনই একসাথে কথা বলছিলেন। এর কিছু সময় পর রিফাত দোকান থেকে একটি চাল চেক করা বুমা নিয়ে এসে তরিকুলের পেটে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তরিকুলকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক রিফাত চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছি গ্রামের বদর উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। নিহত তরিকুলের পেটে ধারালো অস্ত্রের গভীর ক্ষত হওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরজগঞ্জ শাহা স্টোরের কর্মচারী পাশের দোকানের কর্মচারীকে চাল চেক করা বুমা দিয়ে পেটে আঘাত করে। পরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক রিফাতকে আইনের আওতায় আনতে ইতোমধ্যে সদর থানা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
সালাউদ্দীন কাজল/এমএএস/পিআর