সন্ত্রাস দমন আইনের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক শুনানি শেষে জামিন না মঞ্জুর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা ইব্রাহিম খলিলুল্লাহ এবং শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামিউল ইসলাম।
জেলা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম শফিক জানান, ২০১৮ সালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের একটি সন্ত্রাস দমন আইনের মামলায় বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ ও শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলামকে আসামি করা হয়। তারা মামলায় হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। দীর্ঘদিন পর বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাহিদ খন্দকার/আরএআর/পিআর