জাতীয়

দুধ চুরির অভিযোগে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা

দুধ চুরির অভিযোগে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে দুধ চুরির অভিযোগে রাসেল (২০) নামের এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় দোকান মালিক ও এক কর্মচারীকে আটক করছে।

Advertisement

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ারের একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল নগরের আইসফ্যাক্টরি রোডে ভাড়া বাসায় থাকতেন। তিনি নেত্রকোনা জেলার আফাজ উদ্দিনের ছেলে। আটক দুজন হলেন- দোকান মালিক আরমান ও কর্মচারী ইউনুস।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে একটি দোকানের গোডাউন থেকে গুঁড়ো দুধ ও চা-পাতা চুরির অভিযোগে দোকান কর্মচারী রাসেলকে বেধড়ক মারধর করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় পিটুনিতে রাসেল মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ সময় দোকান মালিক আরমান ও ওই দোকানের আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়।’

Advertisement

এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আবু আজাদ/এফআর/এমকেএইচ