দেশজুড়ে

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৩৬ জন আটক

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়ন থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলি এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ ৩৬ জনকে আটক করেছে পাংশা থানা পুলিশ। বুধবার দুপুরে পাংশা থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফকরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার কশবামাঝাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩৬ জনকে আটক করা হয়। এ সময় শুটারগান, গুলি, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। দুপুরে এ সংবাদ লেখা পর্যন্ত আটকদের নামের তালিকা তৈরি করছিল থানা পুলিশ।

আটকদের মধ্যে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে এবং নতুন করে মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

রুবেলুর রহমান/এফএ/এমএস