সালমানের ‘কিক’কে আক্ষরিক অর্থেই কিক মেরে সরিয়ে দিল শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’। অবশ্য খবরটা সত্যি হবে যদি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলির সূত্র ঠিকঠাক তথ্য দিয়ে থাকে। তার মতে, সারা বিশ্বে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।এমনকি এ খবর ছড়িয়ে পড়তেও দেরি হয়নি। সবার আগে অভিনন্দন জানিয়ে টুইট ছাড়লেন অমিতাভ বচ্চন- ওয়াও! হ্যাপি নিউ ইয়ার বিশ্বব্যাপী ৩০০ কোটি ছাড়ালো! এসআরকে এবং ফারাহকে অভিনন্দন! তো… ফারাহ… আমরা একসঙ্গে কবে কাজ করবো? হা হা হা…।নাচে গানে ভরপুর এ ছবির মূল উপজীব্যই হলো চুরি। আর চুরি বিদ্যায় গ্ল্যামারের ছড়াছড়িতে দর্শকরাও পড়েছে হুমড়ি খেয়ে। ২৪ অক্টোবর মুক্তি পাওয়ার পর সবচেয়ে দ্রুতগতিতে ছবিটা উঠে এসেছিল ১০০ কোটির ক্লাবে। আশা করা হচ্ছে আরও ১০ দিন দর্শক টানবে ছবিটা। ততদিনে আয় কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে!