রাজবাড়ীর পাংশা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি ওয়ান শুটার গান, তিনটি কার্তুজ, নয়টি চাপাতি, ছয়টি হাঁসুয়া, চারটি ছোরা, দুটি রামদা, দা, জিআই পাইপ ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে পাংশা থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কসবামাজাইল সুবর্ণখোলা ঈদগাহ মাঠের পাশের মেহগনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্রসহ ডাকাত দলের ৩৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, কসবামাজাইল ইউপি এলাকায় ডাকাতির জন্য একত্রিত হয়েছিল তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
রুবেলুর রহমান/এএম/এমএস