কিশোরগঞ্জের সহকারী জজ উম্মে হাবিবার খাসকামরা থেকে ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। ব্যাগে তার জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ড, টাকাসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সিভিল কোর্টের তাড়াইল উপজেলার সহকারী জজ আদালতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টার দিকে উম্মে হাবিবা বিচারকাজ পরিচালনার জন্য আদালতের এজলাসে ছিলেন। বিচারকাজ শেষে তিনি খাসকামরায় গিয়ে দেখেন তার ব্যাগ নেই। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করেছেন আদালতের একজন কর্মচারী।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি আবু বকর সিদ্দিক বলেন, সহকারী জজের ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ব্যাগটি চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।
জেলা জজ কোর্টের পিপি শাহ আজিজুল হক বলেন, বিচারকের খাসকামরা থেকে ব্যাগ চুরির ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নূর মোহাম্মদ/এএম/জেআইএম