মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্ততি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার সন্ধ্যায় কারা মহাপরিচালক (ডিআইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।তিনি বলেন, আমি জেনেছি, কামারুজ্জামানের আপিল খারিজ হয়েছে। এখন সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন। সেটার জন্য সাত দিন সময় পাবেন তিনি।এদিকে আইনমন্ত্রী বক্তব্যে স্পষ্ট যে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য নির্ধারিত সাত দিনের আগে ফাঁসি কার্যকর করবে না সরকার। অবশ্য কামারুজ্জামান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে যে কোনো দিন ফাঁসি কার্যকর হতে পারে।উল্লেখ্য, এর আগে জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আগে সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়। এরপর আসামিপক্ষ রিভিউ পিটিশন করলে ফাঁসি কার্যকরের আদেশ স্থগিত করা হয়। এরপর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রাতেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।