দেশজুড়ে

দিনে-দুপুরে কীটনাশক খাইয়ে দুটি গরুকে হত্যা করল দুর্বৃত্তরা

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া গ্রামে আব্দুল বারেক মোড়লের হালের দুটি গবাদিপশুকে কীটনাশক খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। গবাদিপশু দুটিকে নির্মমভাবে হত্যার খবর শুনে এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী বারেক মোড়ল শিবচর থানায় জিডি করেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী বারেক মোড়ল জানান, দুপুরে প্রতিদিনের মতো হালের পাঁচটি গরুকে খাবার দেন তিনি। দুটি পাত্রে আলাদা করে গরুগুলোকে খাবার দেন।

একটি পাত্রের খাবার দুটি গরু খায়। অপর পাত্রের খাবার তিনটি গরু খায়। কিন্তু একটি পাত্রের খাবারে কীটনাশক ঢেলে দেয় দুর্বৃত্তরা। ওই পাত্রের খাবার খেয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে গরু দুটি।

একপর্যায়ে মুখ দিয়ে লালা বের হয়ে মারা যায় একটি গরু। ১০ মিনিট পর দ্বিতীয় গরুটিও মারা যায়। অন্য পাত্রে খাবার খাওয়া গরু তিনটি সুস্থ রয়েছে।

হালের দুটি গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বারেক মোড়ল। এ ঘটনায় শিবচরে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় বারেক মোড়ল জিডি করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমকেএইচ