দেশজুড়ে

বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী মতূর্জা সাথীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, তিনটি ইউনিয়নের চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ফলে তিনটিতে উপ-নির্বাচন দেয় নির্বাচন কমিশন। গত ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা নিজ নিজ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে ৩ জন, গড্ডিমারী ইউনিয়নে ৭ জন ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন।

এদিকে শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখে হাতীবান্ধা উপজেলার নৌকার দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। কিন্তু কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিদ্রোহী প্রার্থী হন যুবলীগের সাধারণ সম্পাদক আলী মতূর্জা সাথী। তিনি মনোনয়ন প্রত্যহার না করায় তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয় উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী মতূর্জা সাথীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এফএ/এমএস