নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি গণধর্ষণ, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা সারাদেশে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসিসহ দেশে সব ধর্ষণ মামলার রায় দ্রুত নিষ্পত্তি ও এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দেন।
শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পথচারীরাও অংশ নেন।
নাহিদ হাসান/এসআর/এমএস