দেশজুড়ে

গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কচাকাটার সুবলপাড় ছড়ার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছে- উপজেলার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলেপাড়ার মাঝি নায় বিশ্বাসের ছেলে নুকুল বিশ্বাস (৬) ও মাঝি পচারু বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নুকুল ও সুমন বাড়ির পাশের সুবলপাড় ছড়ায় গোসল করতে যায়। একপর্যায়ে দুজন গভীর পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না থাকায় স্বজনরা পানিতে খুঁজতে থাকেন। প্রায় আড়াই ঘণ্টা পর তাদের দুইজনের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএআর/পিআর