মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের চাপায় সিকান্দার ঢালী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার(৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের দলিলউদ্দিন মুন্সীর বাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। এমন সময় কাঁঠালবাড়ী ঘাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত সিকান্দার ঢালী উপজেলার কুতুবপুর ইউনিয়নের মজিদ ফকিরেরকান্দি গ্রামের মৃত শফি ঢালীর ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর জানার পর হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এএইচ