প্রাথমিকভাবে জানানো হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন হোম সিরিজের ম্যাচগুলো হবে লাহোর এবং মুলতানে। সে মোতাবেক প্রস্তুতি হাতে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কিন্তু নির্ধারিত সময় প্রায় সপ্তাহ তিনেক আগে জানা গেলো, এখনই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে প্রস্তুত নয়। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সরিয়ে নেয়া হয়েছে পিন্ডিতে এবং ওয়ানডে ম্যাচগুলো হবে লাহোরেই।
আগামী ৩০ অক্টোবর লাহোরে হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ১ ও ৩ নভেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এ সিরিজটি। পরে রাওয়ালপিন্ডিতে ৭, ৮ ও ১০ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এছাড়া টিম ম্যানেজম্যান্টসহ মোট ৩২ জনের দল পাকিস্তান পৌঁছে যাবে ২০ অক্টোবর। পরে এক সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে ২৮ অক্টোবর থেকে পিন্ডিতে অনুশীলন শুরু করবে তারা।
পাকিস্তান সফরে জিম্বাবুয়ে স্কোয়াড
চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামুই, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুমবা, রিচমন্ড মুতুম্বামি, ব্রেসিং মুজারাবানি, রিচার্ড গারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং শন উইলিয়ামস।
এসএএস/জেআইএম