জাতীয়

৭ জেলেকে অপহরণ করল ৫ রোহিঙ্গা ডাকাত

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে অপহৃত ৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ৫ রোহিঙ্গা ডাকাতকেও গ্রেফতার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) ভোরে টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া থেকে ১২ নটিক্যাল মাইল দূরে এ অভিযান চালায় কোস্টগার্ড।

গ্রেফতার ডাকাতরা হল্রন- মো. বাকগুল্লা (২২), মো. শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম(২০)।

গ্রেফতারকৃতরা সকলেই মিয়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা।

কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জাগো নিউজকে বলেন, রোহিঙ্গা ডাকাতরা বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে এই ৭ জেলেকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। কোস্টগার্ড খবর পেয়ে অভিযান চালিয়ে বাংলাদেশি জেলেদের বাঁধা অবস্থায় উদ্ধার করে।

এ সময় রোহিঙ্গা ডাকাতদের নৌকাটি তল্লাশি করে ২টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ১০টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আবু আজাদ/এফআর/এমএস