লক্ষ্মীপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার গোপিনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।কামরুল ওই এলাকার মৃত আয়াত উল্লার ছেলে। লক্ষ্মীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী জাকারিয়া জাগো নিউজকে জানান, ২০১১ সালে কামরুলের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাকে এক বছরের সাজা দিয়েছিল।কাজল কায়েস/এমজেড