নতুন মৌসুমটা এমনিতেই ভালো কাটছে না চেলসির। বর্তমান চ্যাম্পিয়ন দলটির দেখতে হচ্ছে একের পর এক হার। সমালোচনার ঝড়ে বিদ্ধ হচ্ছেন চেলসি কোচ মরিনহো। তার এই দুঃসময়ে তিনি পাশে পেলেন রিয়াল মাদ্রিদের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। মরিনহো প্রসঙ্গে রোনালদো বলেন, আমি জানি মরিনহো কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে চেলসি ম্যানেজারের এই দুঃসময় কেটে যাবে। ম্যানেজার হিসেবে ফের ঝলমল করবেন দ্য স্পেশাল ওয়ান। একই সঙ্গে তিনি আরও বলেন, পর্তুগিজ হিসেবে আমি চাইব পর্তুগিজরা শীর্ষে থাকুন। তই আমি আশা করবো মরিনহোর এই পরিস্থিতি কেটে যাবে। সে সঙ্গে ক্লাবের সমর্থকদের মুখে হাসি ফোটাবে।এমআর/এমএস