দেশজুড়ে

কলেজছাত্রের বিরুদ্ধে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলমগীর হোসেন হৃদয় নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন হৃদয়।

এ ঘটনায় শুক্রবার (১৭ অক্টোবর) রাতে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ধর্ষণের শিকার গৃহবধূ। বুধবার (১৪ অক্টোবর) রাতে পশ্চিম বেজ গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত হৃদয় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের মনোয়ার হোসেনের ছেলে। হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয়। জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ১৪ অক্টোবর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন হৃদয়। ভুক্তভোগী গৃহবধূ বলেন, হৃদয় আমাকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে আমি রাজি না হওয়ায় ধর্ষণ করেছে। ধর্ষণে বাধা দিলে আমাকে ও আমার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয় হৃদয়।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় গৃহবধূর অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রবিউল হাসান/এএম/এমকেএইচ