সাংবাদিক পরিচয় দিয়ে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় পলাতক লিটন শিকদার (৪৮) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন। সোমবার (১৯ অক্টোবর) ভোররাতে ভাঙ্গা উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিটন শিকদার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের আজমপুর গ্রামের সিদ্দিক শিকদারের ছেলে।
র্যাব-৮ এর সিপিসি-২ এর কমান্ডার দেবাশীষ কর্মকার জানান, লিটন সিকদাররের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজি মামলায় চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।
দেবাশীষ কর্মকার আরও জানান, ফরিদপুর, খুলনা ও পাবনা জেলায় চাঁদাবাজি, প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সাইবার অপরাধসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ফেসবুকে বিভিন্ন ব্যক্তির নামে অপপ্রচার করে ব্ল্যাকমেইলিং এবং গ্রামের সহজ সরল অনেক মানুষের সঙ্গে সরাসরি প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি লিটন শিকদার। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দুই ডজনের বেশি সাধারণ ডায়েরি রয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদ হাসান বলেন, স্থানীয়দের কাছে প্রতারক ও ছদ্মবেশী অপরাধী হিসেবে পরিচিত লিটন শিকদার এলাকার মানুষকে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। নিজেকে তিনি একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।
বি কে সিকদার সজল/আরএআর/এমকেএইচ