দেশজুড়ে

লালমনিরহাটের তিন ইউপির দুটিতে নৌকা একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

লালমনিরহাটের তিনটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে তিন ইউপি চেয়ারম্যান জয়ী হয়েছেন। এদের মধ্যে নৌকার প্রতীকের দুইজন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টায় ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বর্মণ। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ইকবাল আজম পেয়েছেন তিন হাজার ৫৬৬ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুর দুই হাজার ৬৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী আলী মর্তুজা সাথী আনারস প্রতীকে পেয়েছেন ১৩৭৭ ভোট।

অপরদিকে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। ভোটগ্রহণ চলাকালে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ‘কারচুপি ও অনিয়মের’ অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন।

নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল নৌকা প্রতীকে ৯ হাজার ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া মোটরসাইকেল প্রতীকের আক্তার হোসেন। তিনি পেয়েছেন ৭৯৭ ভোট।

বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৯২ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির আনোয়ার হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ১৪৩ ভোট।

হাতীবান্ধা উপজেলার পাটিকা পাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুল আলম সাদাত নৌকা প্রতীকে ৪ হাজার ৫২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিউল হাসান/এএম/এমএস