দেশজুড়ে

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মে পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামের মোটরসাইকেল থেকে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রফিকুল ইসলামকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলায় আজ এ রায় দেন আদালত।

আরএআর/এমএস