টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সোনালিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোনালিয়া লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার এরশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এরশাদুল হক বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত পরিচয় ওই মেয়েটি মারা যায়। পরে শনিবার সকালে রেলওয়ে থানা পুলিশ এসে মরদেহটি নিয়ে গেছে। তবে এখনও মেয়েটির নাম-পরিচয় পাওয়া যায়নি।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম