দেশজুড়ে

তেঁতুলিয়া নদীতে ভাসছিল যুবকের লাশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের কাঁচারির ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় জেলেরা কাঁচারির ঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন জানান, নিহতের নাম-পরিচয় এখনও আমরা পাইনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমএস