দেশজুড়ে

বাড়িতে গাঁজার চাষ, চাষি গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে রোববার রাতে গাঁজার গাছসহ ইদ্রিস মন্ডল (৪২) নামের এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বালিয়াকান্দি থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতারকৃত ইদ্রিস মন্ডল উপজেলার নবাবপুর ইউনিয়নের গাঙচর পদমদী গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে। বালিয়াকান্দি থানা পুলিশের এসআই জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবাবপুর ইউনিয়নের গাঙচর পদমদী গ্রামের ইদ্রিস মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়।

বসতঘর থেকে ১০ হাত দক্ষিণ দিকে চারপাশে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখে গাঁজার চাষ করেন তিনি। পরে ৭০৫ গ্রাম ওজনের একটি গাঁজার গাছসহ চাষি ইদ্রিস মন্ডলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

রুবেলুর রহমান/এএম/এমএস