নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রায়হান ফকির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কলাবাড়ীয়া ইউপি ও বাঐসোনা ইউপির বডার মূলখানা মাদরাসা সংলগ্ন এলাকায় দু’গ্রুপের সমর্থকদের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
নিহত রায়হান উপজেলার কলাবাড়ীয় ইউপির মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে। পুলিশ দু’জনকে আটক করেছে।
স্থানীয় গ্রামবাসীর সূত্র জানায়, উপজেলার নড়াগাতী থানা এলাকার কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা মাহমুদুল হাসান কায়েস সমর্থিত সবুর ফকির গ্রুপ ও নড়াইল-১ আসনের আ.লীগের এমপি কবিরুল হক মুক্তি সমর্থিত মান্নান-মিল্টন গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব-ফ্যাসাদ, হত্যা-পাল্টা হত্যার ঘটনা ঘটে আসছে। তারই জের ধরে মঙ্গলবার দুপুর ১২টায় দু’গ্রুপের মধ্যে মূলখানা মাদরাসা সংলগ্ন এলাকায় সংঘর্ষ বাঁধে।
এ সময় সবুর গ্রুপের রায়হান ফকির, মশিয়ার রহমান (৪০), মশিয়ার রহমান (৩০) গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রায়হানের মুত্যু হয়। সর্বমোট ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থল থেকে মান্নান-মিল্টন গ্রুপের মূলখানা গ্রামের জালাল সিকদার ও কলাবড়ীয়া গ্রামের আলামিন শেখকে পুলিশ আটক করেছে।
এ প্রসঙ্গে উপজেলার নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’
হাফিজুল নিলু/জেএইচ/এমএস