কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় নুরুন্নবী মিয়া (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী মমতাজ বেগম গুরুতর আহত হন।
মঙ্গলবার (১০ নভেম্বর) উলিপুর-রাজারহাট সড়কের বসার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী উলিপুর পৌরসভার যোগীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নুরুন্নবী মিয়া স্ত্রী মমতাজ বেগমকে (৪৫) নিয়ে মোটরসাইকেল যোগে রংপুর যাওয়ার পথে বসার বাজার নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তার দুজনেই গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক নুরুন্নবীকে মৃত ঘোষণা করেন। এছাড়া মমতাজ বেগমের অবস্থা আশঙ্কাজনক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ/এমকেএইচ