দেশজুড়ে

লাইসেন্স না থাকায় পোরশার দুই ক্লিনিক বন্ধ, জরিমানা

লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার কারণে নওগাঁর পোরশায় দুটি ক্লিনিক বন্ধসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

তিনি বলেন, লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার কারণে সরাইগাছি মোড়ে মজিদা ক্লিনিককে তিন হাজার টাকা জরিমানাসহ বন্ধ করা হয়। একই কারণে নুর ফাউন্ডেশন ক্লিনিকের পাঁচ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জন্য বন্ধ, অব্যবস্থাপনার কারণে একতা ক্লিনিক কর্তৃপক্ষের পাঁচ হাজার টাকা জরিমানা এবং হবির মোড়ের আল-মদিনা ক্লিনিকের দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাথমিকভাবে ক্লিনিক কর্তৃপক্ষদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান ও ডা. সানাউলসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এএইচ/এমকেএইচ