নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রী বেশে রিকশায় উঠে এক রিকশাচালকের সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই রিকশাচালকের নাম আল আমিন। ভাড়ায় রিকশা চালান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
রিকশাচালক আল আমিন জানান, মোহনগঞ্জ বাজার থেকে দেওথান গ্রামে যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন চার যাত্রী। কিছুক্ষণ পর নির্জন স্থানে গেলে তারা গামছা দিয়ে বেঁধে ফেলেন এবং মারধর করেন। মারধর শেষে তারা রিকশার ব্যাটারি, মোবাইল ফোন ও নগদ পাঁচশ টাকা নিয়ে পালিয়ে যান। এ সময় চিৎকার করলে এলাকাবাসীরা এসে তাকে উদ্ধার করে।
আল আমিনের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর এলাকায়। তিনি মোহনগঞ্জের শেখ বাড়িতে ভাড়া থেকে ভাড়ায় রিকশা চালান।
এ বিষয়ে মোহনগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে গতকাল একজন ব্যাটারি চোরকে ধরে চালান দেয়া হয়েছে বলে তিনি জানান।
এইচ এম কামাল/এসআর