ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে ধরা পড়ল বিরল প্রজাতির বনভোঁদড়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরির অভয়ারণ্যে ওই ভোঁদড়টি অবমুক্ত করেছে বন বিভাগ।
স্থানীয়রা জানান, চরফ্যাশন পৌর ৮নং ওয়ার্ডের মো. গিয়াস উদ্দিন তার বাড়ির পুকুরে শুক্রবার (১৩ নভেম্বর) মাছ ধরতে গেলে ওই বিরল প্রজাতির কালো-বাদামী রংয়ের বনভোঁদড়টি ধরা পড়ে। পরে চরফ্যাশন উপজেলার বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে রাতে তার বাড়ি থেকে বনভোঁদড়টিকে উদ্ধার করে নিয়ে যায়।
চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শুক্রবার রাতে বনভোঁদড়টি উদ্ধার করি। শনিবার সকালে চর কুকরি-মুকরি বনে সেটি অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, ওই বনভোঁদড়টি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। ধারণা করা যাচ্ছে খাদ্যের সন্ধানে বনভোঁদড়টি লোকালয়ে চলে আসে।
জুয়েল সাহা বিকাশ/এএইচ/জেআইএম