জাতীয়

করোনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ

করোনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৬০৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জনে। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তে সারাদেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৬০৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ২৩২ জন, চট্টগ্রামে ২৪৩, রংপুরে ২১, খুলনায় ২১, বরিশালে ২২, রাজশাহীতে ২৮ এবং সিলেট বিভাগে ৩৭ জন রয়েছেন।

Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৬ জন। এর মধ্যে হাসপাতালে ২০ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১৫ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

এমইউ/এফআর/পিআর