মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুরে গরু ব্যবসায়ী তিন ভাইয়ের বাড়িতে আগুন লেগে নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে পরিবার তিনটির।
ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী রেজাউল জানান, তার ভাই মিজানুর ও আসলাম এক পরিবারে বসবাস করেন। বুধবার সন্ধ্যায় হঠাৎ তার ঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্য দুই ভাইয়ের ঘরে।
খবর দেয়া হয় বামন্দী দমকল বাহিনীকে। সেই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। ততক্ষণে নগদ এক লাখ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বর্তমানে তিনটি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছেন গৃহকর্তা ও দমকল বাহিনী।
এদিকে আগুনের খবরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমান, ছাত্রলীগ নেতা হাসান রাজা সেন্টুসহ নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন ও সহায়তার আশ্বাস দেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর কে সেলিম শাহনেওয়াজ বলেন, ওই পরিবারের লোকজন অফিসে এলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
আসিফ ইকবাল/বিএ