নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ কর্মীর বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
অভিযুক্ত যুবলীগ কর্মীর নাম জসিম (৩৩)। এলাকাবাসীর ভাষ্য, তিনি যুবলীগের একজন সক্রিয় কর্মী। যুবলীগের মিছিল, মিটিংয়ে তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী বিভিন্ন অনুষ্ঠানে নেচে জীবিকা নির্বাহ করতেন। এক মাস আগে গায়ে হলুদের একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে তার সঙ্গে জসিমের পরিচয় হয়। তার সঙ্গে কথা বলার একপর্যায়ে তরুণীকে তিনি চাকরির প্রলোভন দেখান। বুধবার চাকরির বিষয়ে কথা বলার জন্য তার (জসিম) ভাগনের বাসায় আসতে বলেন। সেখানে ভেতর থেকে দরজা বন্ধ করে ধর্ষণচেষ্টা চালান। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে দরজায় নক করলে তরুণী কৌশলে পালিয়ে যান।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক। তিনি জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এস কে শাওন/এসআর/জেআইএম