মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ২৬ ঘণ্টা পর এবার রাজধানীর মিরপুরের কালশীতে একটি বস্তিতে আগুন লেগেছে।
Advertisement
মঙ্গলবার মধ্যরাত রাত ২টা ১০ মিনিটে মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়া বাধের সি ব্লকের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান জাগো নিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে। তবে রাত ৩টা ১০ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো জানা যায়নি।
Advertisement
এআর/এমআরএম