শ্রীলংকা সফরে হারের বৃত্ত থেকে বের হতে পারছেনা সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর এবার প্রথম টি টোয়েন্টিতে ৩০ রানে হেরেছে সফরকারী ক্যারিবিয়ান দলটি। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে তিলকারত্নে দিলশান ও কুশল পেরেরা জুটি দশ ওভারেই তুলে নেয় ৯০ রান। ৪০ রানে আউট হয়ে যান পেরেরা। এরপর ৫৬ রানে ফিরে যান দিলশানও। তিন নম্বরে ব্যাট করতে এসে শেহান জয়সুরিয়া করেন ৩৩ বলে ৩৬। এরপর দিনেশ চান্ডিমাল (৪০) ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের অপরাজিত (৩৭) রানের ইনিংসের ওপর ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ২১৫ রানের বড় লক্ষ্য তুলে। জবাবে ড্যারেন স্যামির দল ১৮৫ রানে অলআউট হয়ে যায়৷ ভালো ব্যাট করেছেন ওপেনার আন্দ্রে ফ্লেচার৷ ২৫ বলে ৫৭ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে সচিত্র সেনানায়েকে চারটি উইকেট তুলে নেন। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।এমআর/পিআর