ব্যথা লেগেছে ফিল্ডিংয়ের সময়। কিন্তু তারপরও তিনি ব্যাটিং করেছেন। ব্যাটিংয়ের সময় বোঝা যায়নি অস্বস্তিবোধ করছেন বা ব্যথা অনুভব করছেন। যদিও উইকেটে ছিলেন অল্প সময়।
Advertisement
জয়ের হাত মেলানো দূরত্বে লিটন দাসের সঙ্গে ৫ রানে অপরাজিত থেকে দলকে ৯ উইকেটে জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে পা রেখেছেন মুমিনুল হক। কিন্তু রাত পার করে আজ (রোববার) মিলল খবর, ডান হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে।
তাই আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা হবে না মুমিনুল হকের। তাই খবরটা শুনে খানিক অবাকই হওয়ার কথা।
রোববার পড়ন্ত বিকেলে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে নিশ্চিত করলেন, ‘গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকের ডান হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। তাই তার পক্ষে আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরে মাঠে নামা সম্ভব হবে না।’
Advertisement
কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে? এ প্রশ্নের তাৎক্ষণিক জবাব নেই দেবাশীষ চৌধুরীর কাছে। তার ব্যাখ্যা, ‘আমরা আগামীকাল (সোমবার) ফিজিওসহ বসে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। আনুমানিক তার কতদিনের মাঠের বাইরে কাটাতে হবে, সেটা তখনই জানা ও বোঝা যাবে। তবে এখনকার খবর, মুমিনুল হকের পক্ষে আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাঠে নামা সম্ভব হচ্ছে না।’
এআরবি/এসএএস/এমকেএইচ